গুগলে ১০ সার্চে সাবধান!

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৮  
ডিজিটাল নাগরিক জীবনে গুগল হয়ে উঠেছে নিত্য সঙ্গী। কোনো কিছু জানার প্রয়োজন হলেই তাই এখন আর বই-পত্রিকা না ঘেঁটে কিংবা একটু গভীর ভাবে চিন্তা না করেই আমরা ‘গুগল সার্চ’ করি। অনেকক্ষেত্রেই তথ্যের সত্যতা-মিথ্যা নিরুপণ করারও প্রয়োজন বোধ করি না। ফলে গুগল সার্চ অনেক ক্ষেত্রেই ক্ষতির কারণ হতে পারে। অনাহূত বিপদ থেকে রক্ষা পেতে ১০টি বিষয় সম্পর্কে গুগল সার্চ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েব পোর্টাল ‘গ্যাজেটস নাউ’। ১. অনলাইন ব্যাংকিং: অনলাইন ব্যাংকিং সম্পর্কিত তথ্য কখনোই গুগল-এ সার্চ করা ঠিক হবে না। কেননা অনেকক্ষেত্রেই ব্যাংকের ওয়েবসাইটের আদলে ফিশিং সাইট তৈরি করে রাখে দুর্বৃত্তরা। ফলে অনুসন্ধানের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা নিতে গেলেই ওদের বর্শিতে আটকে যেতে পারেন। ফলে আপনি যে ব্যাংকে লেনদেন করেন সবসময় তাদের অনলাইন ঠিকানা মনে রাখুন। ২. শেয়ার বাজারের তথ্য: স্বাস্থ্য বিষয়ক তথ্যের মতোই আর্থিক বিষয়গুলোতেও গুগলের ওপর নির্ভর করা মোটেও ঠিক নয়। আর্থিক সফলতার বিষয়গুলো একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে গুগল সার্চের তথ্যের ওপর নির্ভর করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। ৩. অফারের খোঁজ: অনেকেই গুগলে গিয়ে অনলাইন সাইটগুলোর অফারের খোঁজ করেন। গুগলে এমন হাজারো অফার পাওয়া যায়। এসব অফারের ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা। তাই গুগলে সরাসরি কোনো অফারের খোঁজ করা ঠিক নয়। যে সাইটে কেনাকাটা করা হয় সরাসরি তাদের ওয়েবসাইট থেকেই অফার জেনে পণ্য কেনা উচিত। ৪. ছাড় পেতে কুপন: অনেকেই কেনাকাটার জন্য ছাড় পেতে গুগলে নানা কুপনের খোঁজ করেন। এ ধরনের কুপন খোঁজ করতে গেলে আপনি ভুয়া কুপনের ফাঁদে পড়ে ভুয়া সাইটে চলে যাবেন। এখান থেকে আপনার কার্ডের তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই গুগলে ছাড় খোঁজা বন্ধ করুন। ৫. বিনা মূল্যের অ্যান্টিভাইরাস: অনেকেই গুগলে গিয়ে ‘ফ্রি অ্যান্টিভাইরাস’ খোঁজ করেন। গুগলে ‘ফ্রি অ্যান্টিভাইরাস’ খোঁজ করলে অসংখ্য ভুয়া সফটওয়্যার পাবেন, যা আপনার ডিভাইসের জন্য ক্ষতির কারণ হতে পারে। গুগলে খোঁজ করে আসল-নকল বের করা অনেকের জন্য কঠিন। ৬. অ্যাপ ও সফটওয়্যার ডাউনলোড: কোন দরকারি সফটওয়্যার খুঁজতে আমরা হরহামেশাই গুগলে গিয়ে অনুসন্ধান করি। কিন্তু অনুসন্ধানে যেসব ফলাফল দেখানো হয়। এর সবকটি সাইট নিরাপদ থাকে না। দুর্বৃত্তরা কারসাজি করে অনেক সফটওয়্যার ডাউনলোডের জন্য প্রলুব্ধ করে ডিভাইসে ম্যালওয়্যার ছড়ায় এবং ব্যক্তিগত তথ্য চুরি করে। আর তাই সার্চের বদলে মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে সরাসরি অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে বা আইফোনের জন্য অ্যাপ স্টোরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ৭. ওষুধ: আপনি কোনো সমস্যায় ভুগলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলুন। গুগলে দেওয়া তথ্য সব সময় সঠিক হয় না। গুগলে দেখা তথ্য অনুযায়ী ওষুধ কিনে বিপদে পড়তে পারেন। তাই স্পর্শকাতর বিষয়গুলোতে গুগল সার্চের ওপর নির্ভর করা উচিত নয়। ৮. সামাজিক যোগাযোগের মাধ্যম: সামাজিক যোগাযোগের মাধ্যমের লগইন পেজটি কখনো গুগলে সার্চ করবেন না। গুগলের অ্যাড্রেস বক্সে সামাজিক যোগাযোগের মাধ্যমের ওয়েবসাইটের লিংকটি লিখে সেখানে যাবেন। গুগল সার্চের মাধ্যমে গেলে আপনি ফিশিং আক্রমণের মুখে পড়তে পারেন। আপনি ভুয়া কোনো ওয়েবসাইটে চলে যেতে পারেন। ৯. সরকারি তথ্য: ব্যাংকের ওয়েবসাইটের মতোই সরকারি নানা সাইটের ভুয়া তথ্য তৈরি করে রাখে দুর্বৃত্তরা। স্ক্যামারদের প্রাথমিক লক্ষ্য থাকে সরকারি বিভিন্ন সাইটের আদলে সাইট তৈরি করে ব্যবহারকারীকে বোকা বানানো। গুগল সার্চে দেখা অনেক ওয়েবসাইট প্রকৃত মনে হলেও পরে তা প্রতারণা বলে প্রমাণিত হয়। গুগলে সার্চ করার বদলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ইউআরএল জেনে নিয়ে সেখানে গেলে নিরাপদ থাকা যায়। ১০ গ্রাহক সেবার নম্বর: দুর্বৃত্তরা অনলাইনে বিভিন্ন সেবার ভুয়া নম্বর ও ওয়েবসাইট দিয়ে রাখে। অনেকেই গুগলে গিয়ে ভুয়া সাইটের নম্বর নিয়ে ফোন করে প্রতারিত হন। গুগলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্ক্যামের শিকার হন গ্রাহক সেবার নম্বর খোঁজ করতে গিয়ে। তাই গুগল থেকে কোনো গ্রাহক সেবার ফোন নম্বর নিয়ে প্রতারণা এড়িয়ে চলতে সাবধান থাকুন।